ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট আনলেন ‘আইপ্যাডের জনক’

৬ ডিসেম্বর, ২০২২ ২৩:৩২  
সিলিকন ভ্যালির সুপরিচিত নির্বাহী টনি ফাডেলকে আইপ্যাডের জনক হিসেবেও অভিহিত করা হয়। মঙ্গলবার আইপ্যাডের এই পিছনের কারিগর নতুন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের উন্মোচন করেছেন। রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, নতুন এই হার্ডওয়্যার ওয়ালেট অফলাইনে ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণের জন্য ব্যবহৃত হবে। ৫৩ বছর বয়সী ফাডেল প্রযুক্তি জায়ান্ট অ্যাপলে প্রায় এক দশক অতিবাহিত করেন। স্টিভ জবসের অধীনে কর্মরত এই নির্বাহী পোর্টেবল মিউজিক প্লেয়ার আইপ্যাডের ডিজাইন দেখভালের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে কোম্পানিটির সর্বাধিক জনপ্রিয় ডিভাইস আইফোন তৈরিতেও ভূমিকা রাখেন। ২০০৮ সালে অ্যাপল ছাড়ার পর তিনি নেস্ট ল্যাব নামে স্মার্ট হোম ডিভাইস কোম্পানি চালু করেন। পরবর্তীতে ৩.২ বিলিয়ন ডলারে কোম্পানিটিকে কিনে নেয় প্রযুক্তি জায়ান্ট গুগল। নতুন অফলাইন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট তৈরির জন্য ফাডেল ফ্রান্সের প্রযুক্তি কোম্পানি লেজারের সাথে যুক্ত হন। ডিবিটেক/বিএমটি